ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

রসনা বিলাসে পহেলা বৈশাখে পান্তা ইলিশ ফ্রি!

মাহমুদ খায়রুল,কুয়ালালামপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
রসনা বিলাসে পহেলা বৈশাখে পান্তা ইলিশ ফ্রি!

কুয়ালালামপুর: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পহেলা বৈশাখ উপলক্ষে প্রথম পাঁচশ’ জন ক্রেতার জন্য বিনামূল্যে পান্তা ইলিশের ঘোষণা দিয়েছে রসনা বিলাস। পহেলা বৈশাখে (১৪ এপ্রিল) মালয়েশিয়া প্রবাসী সব বাংলাদেশিকে এখানে আসার আহ্বান  জানিয়েছে প্রতিষ্ঠানটি।



কুয়ালালামপুরের বুকিত বিন্তাং এ অবস্থিত অভিজাত বাংলাদেশি এ রেস্টুরেন্ট।

রসনা বিলাসের কর্ণধার পেয়ার আহমেদ আকাশ বাংলানিউজকে জানান, খাবারের তালিকায় থাকছে পান্তা ইলিশ, ইলিশ ভাজা, আলু ভর্তা, সিম ভর্তা, শুঁটকি ভর্তা, মাছ ভর্তা, থানকুনি পাতার ভর্তা ও সজনে পাতার ভর্তা।

এছাড়া থাকবে রকমারি দেশীয় খাবারের সমাহারও। ৫০টির বেশি বাংলদেশি খাবারের আইটেম থাকছে।

খাবারের তালিকায় আরও থাকছে বিভিন্ন প্রকার মিষ্টান্ন, দই, রসমালাই, চটপটি, ফুচকাসহ আরও কয়েক ধরনের খাবার।    

মালয়েশিয়ায় বাংলাদেশি রেস্টুরেন্টের সবচেয়ে বড় আয়োজন এটি। বাংলাদেশিদের মাঝে নববর্ষের দেশীয় খাবারের আমেজ ফিরিয়ে আনতেই এ প্রচেষ্টা। সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ আয়োজন উন্মুক্ত থাকবে।

এ আয়োজনের সহযোগিতা করছে বাংলাদেশি বহুজাতিক প্রতিষ্ঠান ‘প্রাণ’।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
খাইরুল/এসএন/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ