ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ায় ভূমিকম্প

আটকা পড়েছেন ১৯০ পর্বতারোহী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জুন ৫, ২০১৫
আটকা পড়েছেন ১৯০ পর্বতারোহী

ঢাকা: মালয়েশিয়ার দক্ষিণাংশ সাবাহ’র বর্নিয়োর কিনাবালু পর্বতের কাছে শক্তিশালী ভূমিকম্পে ১৯০ পর্বতারোহী আটকা পড়েছেন।

এর মধ্যে ৪০ আরোহীর কোনো খোঁজ মিলছে না।

এ ঘটনায় সাবাহ কর্তৃপক্ষ ওই অঞ্চলে জরুরি ছুটি ঘোষণা করেছে।

শুক্রবার (০৫ জুন) বাংলাদেশ সময় ভোর ৫টা ১৫ মিনিটে রিখটার স্কেলে এ ভূমিকম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ০।

সাবাহ’র পুলিশ কমিশনার জালাল উদ্দিন দাতুক আব্দুল রাহমান এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা’র (ইউএসজিএস) বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ তথ্য জানায়।

এ ঘটনায় নিহত হয়েছেন একজন পর্বতারোহী। আহত হয়েছেন অন্তত দুই পর্বতারোহী। এতে রাস্তাঘাটে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেছে। ভূমিকম্পের পর ২৯ জন বেসক্যাম্প কুন্দাসাংয়ে ফিরে আসতে সক্ষম হয়েছেন।

ভূমিকম্পের ঘটনায় আটকে পড়া পর্বতারোহীদের উদ্ধার করতে প্রস্তুত রয়েছে দেশটির সেনাবাহিনী এবং ৩০ জনের পর্বতারোহী গাইড টিম।

ইউএসজিএস সংস্থা জানায়, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীর মালয়েশিয়ার কোতা কিনাবালু শহর থেকে ৫৪ কিলোমিটার পূর্বে এ ভূকম্পনের উৎসস্থল ছিল।

পর্বতারোহন গাইড মোদ অ্যাসলি সুপিলিন বলেন, কিনাবালু ন্যাশলান পার্ক ম্যানেজমেন্ট থেকে আমরা সবুজ সংকেতের অপেক্ষায় আছি, কিনাবালু পর্বতের ৪ হাজার ৯৫ ফুট ৩০ মিটার উচ্চতায় যারা আটকে আছেন তাদের উদ্ধারের জন্য।

এদিকে, কিনাবালু ন্যাশলান পার্ক সূত্রে জানা যায়, ভূমিকম্পের পর কিনাবালু পর্বতে প্রায় ১৩৮ জন পর্বতারোহী আটকে পড়ে অসহায় বোধ করছেন।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জুন ০৫, ২০১৫
টিআই

** মালয়েশিয়ায় ৬ মাত্রার ভূকম্পন: নিহত ১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ