ঢাকা: প্রধানমন্ত্রীবিরোধী আন্দোলনে মালয়েশিয়ার রাজনৈতিক অবস্থা এখন টালমাটাল। শনি ও রোববার দেশটির বিরোধীদলীয় জোট বার্সিহ হলুদ পোশাকে র্যালির ঘোষণা দিয়েছে।
এরই পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের হলুদ পোশাক পরার ক্ষেত্রে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন কমিউনিটি নেতারা। একইসঙ্গে বাংলাদেশিরা যেন দাতারান মারদেকার দিকে না যান, সে বিষয়েও সতর্কতা দিয়েছেন তারা।
বাংলানিউজের কুয়ালালামপুর করেসপন্ডেন্ট মাহমুদ খায়রুল তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, মালয়েশিয়ার বর্তমান রাজনৈতিক কোন্দল তাদের নিজস্ব ব্যাপার। এখানে বাংলাদেশিদের অন্তর্ভুক্ত না হওয়াই ভালো।
আগামী দু’দিন হলুদ পোশাকে প্রবাসীদের চলাফেরা না করার অনুরোধ জানিয়েছেন তিনি।
প্রবাসীদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন ফেনী সমিতি মালয়েশিয়ার সভাপতি পেয়ার আহমেদ আকাশও। তিনি বলেন, আমাদের আতঙ্কিত না হয়ে সচেতন ও সতর্ক থাকতে হবে। হলুদ পোশাকে বাইরে বের না হওয়াই ভালো।
বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
এমএন/এএ
** মালয়েশিয়ায় শনি-রোববার সরকারবিরোধী আন্দোলন, কঠোর অবস্থানে পুলিশ