ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রাজধানীতে প্রাইভেটকারে বিস্ফোরণ, দগ্ধ ২

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২২
রাজধানীতে প্রাইভেটকারে বিস্ফোরণ, দগ্ধ ২

ঢাকা: রাজধানীর আসাদগেট এলাকায় একটি প্রাইভেটকারে বিস্ফোরণের ঘটনায় দুইজন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দিনগত রাতে এ ঘটনা ঘটে।

 

দগ্ধ দুজন হলেন- প্রাইভেটকার চালক উজ্জ্বল কুমার (৩৫) ও মালিক রুবেল দত্ত (৪৫)। তিনি একটি কোম্পানির মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত রয়েছেন।

দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রুবেল দত্তের ভায়রা নয়ন বিশ্বাস জানান, রুবেলের বাসা রাজধানীর গ্রিন রোড এলাকায়। তিনি উত্তরায় একটি প্রতিষ্ঠানে মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত রয়েছেন। রাতে অফিস থেকে নিজের প্রাইভেটকারে বাসায় ফেরার পথে আসাদগেটে তার গাড়িতে বিস্ফোরণ হয়েছে এমন খবর শুনে হাসপাতালে এসেছি। স্থানীয়রা তাদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

তিনি বলেন, যতটুকু জানতে পেরেছি, প্রাইভেটকারে বিস্ফোরণে তারা দগ্ধ হয়েছেন।

বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসকরা জানান, রুবেলের শরীরের ৬০ শতাংশ ও উজ্জ্বলের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের দুজনের শারীরিক অবস্থা গুরুতর। দুজনই হাসপাতালে চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০২১১ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২২
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।