ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিশু ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
শিশু ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন

বরগুনা: নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে ২৫ নভেম্বর থেকে চলমান কর্মসূচির অংশ হিসাবে বরগুনায় মানববন্ধন ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) সকালে প্রেসক্লাব চত্ত্বরে নজরুল স্মৃতি সংসদ (এন,এস,এস) এর উদ্যোগে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।

মহিলা পরিষদের সম্পাদক সেলিনা আক্তারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাষ্টি ও খেলাঘর কেন্দ্রীয় সভাপতি মণ্ডলীর সদস্য চিত্ত রঞ্জন শীল, সাংবাদিক জাকির হোসেন, ব্রাক প্রতিনিধি, মারুফ হোসেন, ডরফ, প্রতিনিধি, দেলোয়ার হোসেন, মেজবাহ উদ্দিন প্রমূখ।

বক্তারা বলেন, গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে শহরে বিত্তবান সকল পরিবারেই নারী ও শিশুর প্রতি মানসিক ও শারীরিক নির্যাতন বৃদ্বি পাচ্ছে। কঠোর আইন থাকা সত্ত্বেও এই নির্যাতন কমছে না। শুধুই আইনের প্রয়োগ নয় সমাজের সকল মহলকে পারবারিক পর্যায়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে পারবারিক সহিংসতার বিরুদ্বে।
 
আমরা নিজেরা যদি নারী ও শিশুর উপর সহিংসতার প্রতিরোধ করতে না পারি তাহলে সহিংসতা রোধ করা যাবেনা।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।