ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিএনপি-পুলিশ সংঘর্ষে নয়াপল্টনে যান চলাচল বন্ধ, আতঙ্ক

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
বিএনপি-পুলিশ সংঘর্ষে নয়াপল্টনে যান চলাচল বন্ধ, আতঙ্ক নয়াপল্টনে বিএনপির সঙ্গে সংঘর্ষ। ছবি: আহমেদ শাকিল

ঢাকা: পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর নয়াপল্টন ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।  

বুধবার (৭ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে হঠাৎ করে সংঘর্ষ শুরু হলে সড়কে চলাচলকারী মানুষ আতঙ্কে পড়ে।

এ সময় দিগ্বিদিক ছুটতে থাকে তারা। আর যানবাহনে থাকা সাধারণ যাত্রীরা চরম আতঙ্কে যানবাহন থেকে নেমে পড়েন।

আশেপাশের এলাকায় দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস দ্রুত বন্ধ করতে দেখা যায়। নিরাপত্তার স্বার্থে বিকেল সাড়ে চারটার দিকে নাইটিঙ্গেল মোড়ে ব্যারিয়ার দিয়ে সড়ক বন্ধ করে দেওয়া হয়।  

ঘটনাস্থলে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, বিএনপির সন্ত্রাসীরা পুলিশের ওপর হঠাৎ করে হামলা করেছে। জানমাল রক্ষায়, আইন শৃঙ্খলা রক্ষায় যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন, পুলিশ সেই ব্যবস্থা নিয়েছে।

আটক বা আহতের সংখ্যা জানতে চাইলে তিনি বলেন, এই মুহূর্তে অ্যাকশন মুডে আছি। এখনই তা বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
এমআইএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।