ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হত্যা-গণগ্রেফতারের প্রতিবাদে না.গঞ্জে মশাল মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
হত্যা-গণগ্রেফতারের প্রতিবাদে না.গঞ্জে মশাল মিছিল ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: ঢাকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের ওপর পুলিশের গুলি বর্ষণ, গুলি করে নেতাদের হত্যা ও গণগ্রফতারের প্রতিবাদে মশাল মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল।

বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বন্দর থানা ছাত্রদলের নেতাকর্মীরা বন্দর উপজেলার মদনপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এ বিক্ষোভ মিছিল করে।

মিছিল থেকে স্লোগানে স্লোগানে হত্যা ও গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় সরকারকে দায়ী করে তাদের অবিলম্বে পদত্যাগ দাবি করেছেন নেতাকর্মীরা।

মহানগর ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি শাহেদ আহমেদ জানান,আমাদের নেতাকর্মীদের ওপর নির্বিচারে গুলি করা হয়েছে, তাদের হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের অবশ্যই একদিন বিচার করা হবে।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
এমআরপি/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।