ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

‘ভিপি নুর একটা সন্ত্রাসীর নাম’

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
‘ভিপি নুর একটা সন্ত্রাসীর নাম’ এমপি বেনজীর আহমেদ।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরকে ‘একটা সন্ত্রাসীর নাম’ বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) বেনজীর আহমেদ।

সোমবার (৯ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বেনজীর আহমেদ এ কথা বলেন।



এ সময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সভাপতিত্ব করছিলেন।

রাষ্ট্রপতির ভাষণে ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা শুরুর আগে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ভিপি নুরের মোসদ সদস্যের সঙ্গে বৈঠকের বিষয়ে তদন্ত দাবি করেন বিরোধীদল জাতীয় পার্টির (জাপা) সদস্য পীর ফজলুর রহমান।

এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা শুরু হয়।

আলোচনায় অংশ নিয়ে বেনজীর আহমেদ বলেন, ‘এখানে ভিপি নুরের কথা এসেছে। ভিপি নুর আমি মনে করি, একটা সন্ত্রাসীর নাম। ’

বেনজীর আহমেদ বিএনপির সমালোচনা করে বলেন, ‘বিজয়ের মাসে বিএনপি স্বাধীনতাবিরোধীদের সঙ্গে নিয়ে সমাবেশ করে। এখানে তালেবানি রাষ্ট্র বানানোর সুযোগ আমরা কাউকে দেবো না। বিএনপি এখন তলানিতে চলে গেছে। তাই তারা মরার আগে বিএনপিকে তাজা করতে চায়। আমরা মুক্তিযুদ্ধ করেছি। আমরা তো কারো কাজে পরাজয় মানতে পারি না। আমরা একসঙ্গে থাকলে কেউ দেশের ক্ষতি করতে পারবে না।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৩
এসকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।