ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে অসহায় শীতার্তদের মধ্যে বসুন্ধরা গ্রুপের কম্বল বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
পঞ্চগড়ে অসহায় শীতার্তদের মধ্যে বসুন্ধরা গ্রুপের কম্বল বিতরণ

ঢাকা: পঞ্চগড়ে অসহায় ও দুস্থ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।  

সোমবার (২৩ জানুয়ারি) কালের কণ্ঠের শুভ সংঘের উদ্যোগে বসুন্ধরা গ্রুপের সহায়তায় এক হাজার কম্বল বিতরণ করা হয়।

 

সকালে সদর উপজেলায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়াম, দুপুরে তেঁতুলিয়া উপজেলার ডিমাগজ গ্রামে এবং খয়খাট পাড়া এলাকায় খয়খাট পাড়া নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা মাঠ, বিকেলে আটোয়ারী, বোদা ও দেবীগঞ্জ উপজেলায় এ কম্বল বিতরণ করা হয়।

এ সময় দৈনিক কালের কণ্ঠের শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, বাংলাদেশ প্রতিদিনের পঞ্চগড় প্রতিনিধি সরকার হায়দার, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি লুৎফর রহমান, শুভসংঘের পঞ্চগড় জেলার সভাপতি ফিরোজ আলম রাজিবসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।  

কম্বল পেয়ে খুশি ওই এলাকার মানুষ। তারা বলছেন এবার শীতে কেউ খোঁজ না নিলেও বসুন্ধরার কম্বল পেয়ে খানিকটা হলেও আরাম পাবেন তারা।

তেঁতুলিয়া উপজেলার ডাক্তার পাড়া গ্রামের নজিবুল হক (৬৮) বলেন, ‘মোক এই বার কাহ কম্বল দেয়নি। খুব কষ্ট পাছিনু। রাইতত একখান ঝাঁকায় ঘুম হয় না। বসুন্ধরার কম্বল পায়ে কিছুটা আরাম হবে বাড়ে। আল্লাহ উমহার ভালো করুক। '

বাংলাদেশ সময়: ২৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।