ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কুমিল্লা কারাগারে কয়েদির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
কুমিল্লা কারাগারে কয়েদির মৃত্যু

কুমিল্লা: কুমিল্লা কারাগারে মাহাবুবুল হক (৫৮) নামে এক কয়েদি মারা গেছেন।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে তিনি মারা যান।

মাহাবুবুল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শ্রীফুলিয়া সর্দার বাড়ির আবদুল বারেকের ছেলে।  

কারা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১১ মার্চ মাহাবুবুল তিন বছরের সাজা ভোগের জন্য কারাগারে আসেন। তিনি হার্টের অসুখে ভুগছিলেন। কারাগারে আসার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। গত ২৬ মার্চ তাকে কারা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গত বছরের ২৭ নভেম্বর আবারও তিনি অসুস্থ হয়ে পড়েন। গত বছরের ৭ ডিসেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন। মঙ্গলবার বিকেল ৩টা ১০ মিনিটে তিনি ফের অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন বলেন, তিনি হার্টের রোগী ছিলেন। বিকেলে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর সব আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।