ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কেডিএর অধিনস্থ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
কেডিএর অধিনস্থ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

খুলনা: খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)- এর অধিনস্থ জনভোগান্তিকর সড়ক, শহীদ শেখ আবু নাসের লিংক রোড, রূপসা-শিপইয়ার্ড সড়ক, সোনাডাঙ্গা পাইপাস সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) উদ্যোগে শিববাড়ী মোড়স্থ কেডিএ ভবনের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন নিসচার কেন্দ্রীয় কার্যকারী সদস্য ও খুলনা মহানগর শাখার সভাপতি এস এম ইকবাল হোসেন বিপ্লব।

সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সহ-সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর আলম, সিনিয়র সাংবাদিক এস এম মারুফ হোসেন, গোপালগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাধারন সম্পাদক মো. হাফিজুর রহমান চৌধুরী, গ্লোবাল খুলনার আহবায়ক শাহ্ মামুনুর রহমান তুহিন, নজরুল একাডেমীর পরিচালক কবি সৈয়দ আলী হাকিম, মদিনাবাগ আবাসিক জনকল্যাণ সমিতির সভাপতি মো. হেমায়েত হোসেন, সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, সহ-সা. সম্পাদক মো. ফিরোজ, প্রফেসর মো. শহিদুল ইসলাম, মো. তবিবুর রহমান, এসআই ইউসুফ, আগুয়ান-৭১ এর খুলনা সভাপতি আবিদ শান্ত, নিসচা’র নগর সহ-সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন তালুকদার সোহাগ, এসএমএ রহিম, খুলনা বৈদ্যুতিক ব্যবসায়ী সমিতির পরিচালক মো. নাজমুল হোসেন, ক্রীড়া সংগঠক মো. ইউছুপ আলী, খুলনা বিভাগীয় অভ্যন্তরীন নৌ-পরিবহন মালিক সমিতির পরিচালক মো. ইলিয়াস হোসেন লাবু, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মো. রাকিবউদ্দিন ফারাজী, মো. সোলায়মান হোসেন, নারী নেত্রী তানিয়া সুলতানা, মো. রিয়াদ হোসেন, বিশিষ্ট হোটেল ব্যবসায়ী মো. শামীম হোসেন, মৎস্য ব্যবসায়ী আবু মুছা, মো. আফজাল দেওয়ান, সুমাইয়া তাসনিম সিনথি খান, রোটা. মো. মফিজুল আহমেদ মজুমদার, মো. আসলাম হোসেন, মো. ফিরোজ আলী মো. সাদী, ইসতিয়াক পিয়াল, সাদমান সাকিব তুষার, মুশফিক আজাদ, হাফিজুল ইসলাম, মিনহাজ প্রমুখ।

মানববন্ধনে নিসচার নেতারা, ভূক্তভোগী মদিনাবাগ এলাকাবাসী সহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধন ও সমাবেশে বক্তারা, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর সমালোচনা করে বলেন, খুলনার উন্নয়নে কেডিএ এখন বড় বাধা। সরকার এই নগরীর উন্নয়নে বারবার অর্থ বরাদ্দ দিলেও তার কোনো সুফল নগরবাসী পাচ্ছে না। বিশেষ করে শহীদ শেখ আবু নাসের লিংক রোড (সিটি পাইপাস), রূপসা-শিপইয়ার্ড সড়ক, সোনাডাঙ্গা পাইপাস সড়ক দীর্ঘ এক যুগের সংষ্কার করতে পারেনি।

খুলনা মহানগরীর প্রবেশদার এসব সড়ক সংস্কার না হওয়ার কারণে প্রতিদিন শত শত দুর্ঘটনা ঘটছে। ভয়ঙ্কর বায়ু দূষণের নগরীতে পরিণত করা হয়েছে। কেডিএ -কে খুলনা সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে কাজ করতে হবে। শুধু মাত্র ঘোষণা দিয়ে নগরীর উন্নয়ন হবে না। তাদেরকে আন্তরিক হতে হবে। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ যেন প্লট-প্ল্যান এর মধ্যে সীমাবদ্ধ না থাকে। নগরবাসী যেন নিরাপদে পথ চলতে পারে সে সু-ব্যবস্থা কেডিএ-কে করতে হবে।

বক্তারা আরো জানান, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) ব্যবস্থাপনা সম্পূর্ণ সেনা বাহিনীর কাছে ছেড়ে দেওয়া হোক নতুবা এ অঞ্চলের মানুষের কাছে দায়িত্ব দেওয়া হোক। কেডিএ থেকে কোনো ভোগান্তি আর নগরবাসী মেনে নেবে না। পাশাপাশি যেসব ঠিকাদার কার্যাদেশ পেয়ে ধীরগতিতে কাজ করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। যথাসময়ে কাজ শেষ করতে না পারলে তাদের কালো তালিকাভুক্ত করার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।