ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে মদসহ যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
ময়মনসিংহে মদসহ যুবক গ্রেফতার

ময়মনসিংহ: ময়মনসিংহে বিদেশি সাত বোতল মদসহ মো. সাজুল আহম্মেদ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় ওই যুবককে ময়মনসিংহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে কোতয়ালি মডেল থানা পুলিশ।

 

গ্রেফতার সাজুল নেত্রকোনা জেলার সীমান্তবর্তী দুর্গাপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বপন মিয়ার ছেলে।  

এর আগে মঙ্গলবার (২৫ জানুয়ারি) দিনগত রাত আড়াইটার দিকে ময়মনসিংহ সদর উপজেলার রশিদপুর এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল ও সঙ্গীয় পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার মাদক আইনের মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।