ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্রীলঙ্কায় তিন দিনের সফরে ড. মোমেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
শ্রীলঙ্কায় তিন দিনের সফরে ড. মোমেন

ঢাকা: শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে কলম্বো গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিন দিনের এই সফরে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) তিনি শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছেড়েছেন।

শ্রীলঙ্কায় সফরকালে দেশটির রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে ও  প্রধানমন্ত্রী দিনেশ গুনাবর্ধনের সঙ্গে সাক্ষাৎ করবেন মোমেন।

তিনি শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরি, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বিমলা রায় ও পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খারের সঙ্গেও সৌজন্য বৈঠক করবেন।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরির দেওয়া মধ্যাহ্নভোজনে যোগ দেবেন ড. মোমেন। বিকেলে দেশটির প্রধানমন্ত্রী দিনেশ গুনাবর্ধনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। সন্ধ্যায় একটি বক্তৃতা ও রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন মন্ত্রী।

আগামীকাল শনিবার পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। সফরকালে শ্রীলঙ্কার চলমান অর্থনৈতিক সংকটে দেশটির পাশে দাঁড়ানো ও দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার আশ্বাস দিতে পারেন ড. মোমেন।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
টিআর/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।