ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে কলেজের ভেতরে ছাত্রকে ছুরিকাঘাত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
সিলেটে কলেজের ভেতরে ছাত্রকে ছুরিকাঘাত

সিলেট: সিলেটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আকিব রহমান নামে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্র আহত হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভেতরে এই ঘটনা ঘটে।

 

আহত আকিব সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি গ্রামের মো. বেলাল আহমদের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে কলেজের ভেতর কয়েকজনের সঙ্গে আকিবের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের একজন আকিবের কোমরের পেছনে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।  

পরে গুরুতর আহত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আকিবকে ভর্তি করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের আটকে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩

এনইউ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।