ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

তাহিরপুরে তিন দোকানে জরিমানা

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৩
তাহিরপুরে তিন দোকানে জরিমানা

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ভোক্তা অধিকার আইনে তিন দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি।  

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ১১টার দিকে তাহিরপুর সদর বাজারে এই জরিমানা করেন।

জানা যায়, উপজেলা সদর বাজারের বিভিন্ন দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকায় ও বিভিন্ন পণ্যের মূল্য বেশি রাখায় অভিযোগে এ অভিযান পরিচালনা করেন। এ সময় আরমান মেশিনারীজ, মুক্তা টেলিকম ও ইসলাম টেলিকম প্রত্যাককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমান আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশন ভূমি আসাদুজ্জামান রনি জানান, সোমবার সকালে বাজারের তিনটি দোকানে ভোক্তা অধিকার আইনে জরিমানা করে ব্যবসায়ীদের সর্তক করা হয়েছে। সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য রাখলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। কোনো ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।