ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ৯০০টি ইয়াবাসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
কিশোরগঞ্জে ৯০০টি ইয়াবাসহ যুবক আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ৯০০টি ইয়াবা ট্যাবলেটসহ ইকবাল হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প।

 

আটক ইকবাল কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের মৈশাখালী এলাকার মৃত ছোরত আলীর ছেলে।

বিজ্ঞপ্তিতে থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বীরদামপাড়া সাকিনস্থ ভূঁইয়া সুপার মার্কেট এলাকা থেকে ইকবালকে আটক করা হয়। তার কাছ থেকে ৯০০টি ইয়াবা ট্যাবলেট, ৪০০ টাকা ও দু্ইটি মোবাইলফোন জব্দ করা হয়। র‌্যাবের জিজ্ঞাসাবাদে ইকবাল মাদক কেনা-বেচার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। এ ঘট্নায় তার নামে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।