ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়া মেডিকেলে থাকবে হিরো আলমের অ্যাম্বুল্যান্স

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
বগুড়া মেডিকেলে থাকবে হিরো আলমের অ্যাম্বুল্যান্স

ঢাকা: উপহার পাওয়া গাড়িটি দরিদ্র রোগী ও লাশ পরিবহনের কাজে ব্যবহারের লক্ষ্যে অ্যাম্বুল্যান্সে রূপান্তর করে বগুড়া মেডিকেল কলেজের সামনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন হিরো আলম।

কবে নাগাদ এ অ্যাম্বুল্যান্স সেবার কার্যক্রম শুরু হবে— গতকাল দুপুরে মুঠোফোনে হিরো আলম বলেন, গাড়িটি নিয়ে অনেক ঝামেলা হয়েছে।

কিছুটা মেরামত করতে হবে। তা ছাড়া ১০ বছরের ট্যাক্স বাকি। এ বিষয়গুলো আগে জানা ছিল না। তাই অ্যাম্বুল্যান্স সেবা শুরু করতে কিছুটা সময় লাগবে।

এ সময় তিনি জানান, হবিগঞ্জে এসে তিনি মুগ্ধ হয়েছেন। ভবিষ্যতেও আসার ইচ্ছা রয়েছে। এখানে মানব সেবার কাজ করারও পরিকল্পনা রয়েছে। এর আগেও সিলেটে বন্যার সময় এখানে এসে কাজ করেছেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।