ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

অবৈধ নেটওয়ার্ক বুস্টার বিক্রয়কারী চক্রের মূলহোতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
অবৈধ নেটওয়ার্ক বুস্টার বিক্রয়কারী চক্রের মূলহোতা আটক

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরী পাড়া এলাকা থেকে বিটিআরসির অনুমোদনহীন অবৈধ নেটওয়ার্ক বুস্টার বিক্রয়কারী চক্রের মূলহোতা মো. সোহেলকে (৩২) আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৩ (র‌্যাব)।  

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

অভিযানে তার কাছ থেকে ছয়টি নেটওয়ার্ক বুস্টার, ছয়টি ইনডোর এন্টেনা, ছয়টি আউটডোর এন্টেনা, মোবাইল ফোনসহ নগদ টাকা জব্দ করা হয়। আটক সোহেল চাঁদপুরের ফরিদগঞ্জ থানার গুপটি গ্রামের মো. শাহ আলমের ছেলে।

র‌্যাব-৩ এর অধিনায়ক জানান, শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর তেজগাঁও এলাকার তেজতুরী পাড়া থেকে তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক সোহেল জিজ্ঞাসাবাদে জানান, তিনি দীর্ঘদিন ধরে বিটিআরসির অনুমোদনহীন অবৈধ নেটওয়ার্ক বুস্টার বিক্রি করে আসছিলেন। তিনি বৈধ পণ্যের আড়ালে এসব পণ্য বাংলাদেশে নিয়ে আসেন।

কর্নেল আরিফ মহিউদ্দিন জানান, এসব নেটওয়ার্ক বুস্টার ব্যবহার করলে আশপাশের নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত ফোনের নেটওয়ার্ক দুর্বল থাকে বা পাওয়া যায় না। অন্যদিকে যেসব জায়গায় নেটওয়ার্ক দুর্বল সেসব জায়গায় বুস্টারের মাধ্যমে নেটওয়ার্ককে শক্তিশালী করে থাকে।

তিনি বলেন, অপরাধী চক্রের সদস্যরা এ সুযোগে সোহেলের কাছ থেকে এসব নেটওয়ার্ক বুস্টার কিনে তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন। অবৈধ সব ব্যবসায়ী ও অপরাধী চক্রের ওপর র‌্যাবের অভিযান চলমান রয়েছে।

আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
এসজেএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।