ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৩
নারায়ণগঞ্জে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ।  

সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।

 

পরে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান পক্ষে নেতাকর্মীরা, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদলের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহার নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ, জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে মহানগর বিএনপি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, জেলা পিবিআই’র পুলিশ সুপার মনিরুল ইসলাম, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, নারায়ণগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, জেলা সিভিল সার্জন, নাসিকের কাউন্সিলর, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদের নেতৃত্বে জেলা ও মহানগর ছাত্রলীগ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলাসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।  

এছাড়া একই সময়ে নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলাগুলোতে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, উপজেলা পরিষদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠন ফুল দিয়ে স্থানীয় শহীদ মিনারগুলোতে শ্রদ্ধা নিবেদন করেছে।

এরপর সর্বস্তরের মানুষ ফুল নিয়ে শহীদ বেদিতে বিনম্র শ্রদ্ধা জানান ভাষা শহীদদের প্রতি।  

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৩
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।