ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধানমন্ডিতে দুই কলেজের ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ২, ২০২৩
ধানমন্ডিতে দুই কলেজের ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

ঢাকা: রাজধানীর ধানমন্ডি সেন্ট্রাল রোড এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনারস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবু বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, দুপুরের দিকে ওই দুই কলেজের কয়েকজন ছাত্র একে অপরকে বিভিন্ন কটূক্তি করে এতে মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দুই কলেজের ছাত্রদের মধ্যে এ সংঘর্ষ সেন্ট্রাল রোড ও ল্যাবএইডের সামনে ছড়িয়ে পড়ার আগেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি শান্ত করে।  

তিনি আরও জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ০২, ২০২৩
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।