ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ বাল্যবিয়ে, পালালেন বর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, মার্চ ৪, ২০২৩
প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ বাল্যবিয়ে, পালালেন বর

নাটোর: জেলার সিংড়া উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রী (১৪)। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়েছেন বর।

 

শুক্রবার (০৩ মার্চ) রাত সাড় ৯টার সময় বিয়ের আয়োজন বন্ধ করে দেন সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইমরান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপজেলার বিলদহর মৎস্যজীবীপাড়া গ্রামে ১৪ বছরের অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে।  

তাৎক্ষণিকভাবে মেয়ের বাড়িতে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করা হয়। একইসঙ্গে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না এ মর্মে মেয়ের বাবা আলতাব হোসেন লিখিতভাবে অঙ্গীকার করেছেন। আর প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছেন বর।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, মার্চ ৪, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।