ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
মিরপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ঢাকা: মিরপুর মুক্তবাংলার পাশে সনি সিনেমা হলের মোড়ে সড়ক দুর্ঘটনায় আবু তৈয়ব (৩০) নামে এক যুবক মারা গেছেন।

সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ির ধাক্কায় ওই ব্যক্তি মারা গেছেন বলে অভিযোগ করা হলেও এখনও সত্যতা পাওয়া যায়নি।

সোমবার (৫ মার্চ) মিরপুর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, বেলা ১১টার দিকে মিরপুর সনি সিনেমা হলের মোড়ে ওই যুবক ফুটওভার ব্রিজ ব্যবহার না করে রাস্তা দিয়ে পারাপার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মারা যান। তবে লোকমুখে জানা গেছে, একটি ময়লার গাড়ির ধাক্কায় তিনি মারা গেছেন। তবে এর সত্যতা এখনও পাওয়া যায়নি। ঘটনা স্থলে সিসিটিভি ফুটেজ দেখে ঘাতন বাহনটি সনাক্ত করার চেষ্টা চলছে।

নিহত যুবক নরসিংদী জেলার শিবপুর উপজেলার বাসিন্দা। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৩
এজেডএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।