ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৫০ লাখ টাকার হেরোইনসহ বিক্রেতা আটক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
৫০ লাখ টাকার হেরোইনসহ বিক্রেতা আটক

রাজশাহী: রাজশাহীতে রাতে আঁধারে হেরোইন বিক্রি করতে গিয়ে হাতেনাতে র‌্যাবের কাছে ধরা পড়েছেন সজল আলী (২৮) নামে এক মাদক বিক্রেতা। পরে তার কাছ থেকে ৫০ লাখ টাকার হেরোইন জব্দ করেছে র‌্যাব।

 

মঙ্গলবার (৭ মার্চ) রাতে রাজশাহীর চারঘাট উপজেলার হাজির ঢালান বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।  

আটক সজল আলী নাটোর জেলার লালপুর উপজেলার নবীনগর গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

বুধবার (৮ মার্চ) দুপুরে র‍্যাব-৫-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান, তারা গোপনে তথ্য ভিত্তিতে রাজশাহীর জেলার চারঘাট উপজেলার হাজির ঢালান বাজারে হেরোইন বেচাকেনা হচ্ছে। তারপর তারা রাতে ওই বাজারে অভিযান চালান। এ সময় হেরোইনসহ হাতে নাতে সজল আলীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫০৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়।  

বর্তমানে যার আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ ৮০ হাজার টাকা। পরে তাকে আটক করে রাজশাহী র‍্যাব-৫-এর সদর দপ্তরে নিয়ে আসা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে বুধবার দুপুরে তাকে চারঘাট থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান রাজশাহী র‍্যাব-৫-এর কোম্পানি কমান্ডার।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৩
এসএস/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।