ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খিলগাঁওয়ে চুরির ঘটনায় গ্রেফতার ৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
খিলগাঁওয়ে চুরির ঘটনায় গ্রেফতার ৪

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের একটি বাসা থেকে চুরি যাওয়া মালামাল ও নগদ টাকা উদ্ধারসহ একটি সংঘবদ্ধ চোর চক্রের চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন, মো. আসিফ শেখ, আবু নাঈম ওরফে নয়ন স্বর্ণকার, মো রেদোয়ান শেখ ও মো. নয়ন তালুকদার ওরফে নয়ন।

 

বুধবার (৮ মার্চ) এসব তথ্য নিশ্চিত করেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম।  

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে চুরি যাওয়া একটি ৫০ ইঞ্চি স্মার্ট টেলিভিশন, একটি স্যামসাং ল্যাপটপ, নগদ ৭০ হাজার টাকা ও দুই ভরি এক আনা পাঁচ রতি স্বর্ণ উদ্ধার করা হয়।

ওসি ফারুকুল আলম বলেন, গত ২১ ফেব্রুয়ারি রাজধানীর খিলগাঁও থানা এলাকায় একটি বাসা থেকে স্মার্ট টেলিভিশন, একটি স্যামসাং ল্যাপটপ, নগদ টাকা ও স্বর্ণ চুরি হয়। এ ঘটনায় খিলগাঁও থানায় একটি চুরির মামলা হয়।
 
তদন্তকালে প্রাথমিক পর্যায়ে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। পরে বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সংঘবদ্ধ চক্রের দুইজনের অবস্থান শনাক্ত করা হয়।  

তিনি জানান, গত ২৪ ফেব্রুয়ারি গাজীপুর জেলার টঙ্গী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসিফ শেখ ও নয়ন স্বর্ণকারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৫০ ইঞ্চি স্মার্ট টেলিভিশন, একটি স্যামসাং ল্যাপটপ, নগদ ৭০ হাজার টাকা এবং দুই ভরি এক আনা পাঁচ রতি স্বর্ণ উদ্ধার করা হয়।  

গ্রেফতারদের খিলগাঁও থানার মামলায় গত ২৫ ফেব্রুয়ারি আদালতে পাঠানো হলে চুরি করার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ ঘটনার সঙ্গে জড়িত আরও দুইজন মো. রেদোয়ান শেখ ও মো. নয়ন তালুকদার ওরফে নয়নের জড়িত থাকার কথা বলেন।

তিনি আরও জানান, গ্রেফতারদের দেওয়া তথ্য অনুযায়ী গত ৬ মার্চ অভিযান চালিয়ে রেদোয়ান শেখ ও নয়ন তালুকদারকে গ্রেফতার করা হয়। তাদের দুজনকেও আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।