ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

জেডিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
জেডিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

ঢাকা: জাপান ডেভেলপমেন্ট স্কলারশিপ (জেডিএস) অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী ঢাকার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) জেডিএস এক বিজ্ঞপ্তিতে জানায়, অনলাইন ও সরাসরি মিলিয়ে সভায় প্রায় দেড় শতাধিক অ্যালামনাই সদস্য যোগদান করেন।

জাপানে বিভিন্ন বিষয়ে মাস্টার্স ও পিএইচডি কোর্স সম্পন্ন করা অ্যালামনাইরা স্মার্ট বাংলাদেশ গঠন ও জাপান বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে অধিকতর কার্যকর অবদান রাখার দৃঢ় প্রত‍্যয় ব‍্যক্ত করেন।  

উল্লেখ্য, জেডিএস স্কলারশিপ বিসিএস ক‍্যাডার ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের জন্য জাপান সরকার প্রদত্ত এক বিশেষ বৃত্তি, যা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পরে পরবর্তী দুই বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি পদে যুগ্ম সচিব মোহাম্মদ হাসান আরিফ ও সাধারণ সম্পাদক হিসেবে যুগ্ম সচিব শরীফ মোহাম্মদ ফরহাদকে মনোনীত করা হয়।  

এছাড়া সফলভাবে কোর্স শেষ করে আসা জেডিএস কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও বাংলাদেশের উন্নয়ন নিয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার দেওয়া হয়।

এর আগে একই ভেন‍্যুতে জাইকা ও জাইস’র উদ্যোগে জেডিএস সদস্যদের ফলোআপ সেমিনার আয়োজন করা হয়। জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা অধ‍্যাপকরা সেমিনারে বিশ্বায়ন ও ইন্দো-প‍্যাসিফিক, আইনের শাসন নিশ্চিতে আইনি সহযোগিতা, স্যাটেলাইটে বিশ্ব পরিবর্তন চিহ্নিতকরণ, স্থানীয় ভারসাম্যহীনতা ও অভিন্নতা পরিমাপ এবং নীতিগত প্রভাব ইত‍্যাদি বিষয়ে আলোচনা করেন।

এছাড়া জাপানে শিখে এসে দৈনন্দিন ও জাতীয় জীবনে ‘বেস্ট প্রাক্টিস’ চর্চার জন্য পাঁচজন জেডিএস ফেলোকে সম্মানিত করা হয়।  

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি ও জাইকার চিফ রিপ্রেজেনটেটিভ ইচিগুচি তোমোহিদে।

বাংলাদেশ সময়: ২২৪৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৩
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।