ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

লোকালয়ে ঢুকে পড়ে ৪ ফুটের একটি অজগর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
লোকালয়ে ঢুকে পড়ে ৪ ফুটের একটি অজগর

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে চার ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ।  

বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার চিলা ইউনিয়নের কানাইনগরে পশুর নদীর তীর থেকে অজগরটি উদ্ধার করা হয়।

 

পরে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজননকেন্দ্র সংলগ্ন বনে অজগরটি অবমুক্ত করা হয়।

সুন্দরবন পূর্ব বনবিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা অজগরটি উদ্ধার করে বনে অবমুক্ত করেছি।  

তিনি বলেন, অজগরটি চার ফুট লম্বা, ওজন ২ কেজি। এক বছরের মতো বয়স হতে পারে।

বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।