ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় পিস্তলসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
সাতক্ষীরায় পিস্তলসহ যুবক আটক আটক বাপ্পী গাজী ওরফে আব্দুল্লাহ্

সাতক্ষীরা: সাতক্ষীরায় দেশীয় পিস্তলসহ বাপ্পী গাজী ওরফে আব্দুল্লাহ্ (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ মার্চ) সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) লোকমান হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

 

এর আগে বৃহস্পতিবার (৯ মার্চ) দিনগত রাত ১১টার দিকে জেলা সদর উপজেলার বৈকারি ইউনিয়নের সরদারপাড়া থেকে তাকে আটক করা হয়।  

আটক বাপ্পী ওরফে আব্দুল্লাহ্ একই এলাকার ওয়াজেদ আলী গাজীর ছেলে।

এসআই লোকমান হোসেন জানান, বাপ্পী ওরফে আব্দুল্লাহ্ দীর্ঘদিন ধরে অস্ত্র কেনা-বেচার সঙ্গে জড়িত ছিল। গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অস্ত্র কেনাবেচার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল (ওয়ান শ্যুটারগান) জব্দ করা হয়েছে। এ বিষয়ে তার নামে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।