ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ৬ কেজি গাঁজাসহ আটক ৩ জন কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
বগুড়ায় ৬ কেজি গাঁজাসহ আটক ৩ জন কারাগারে আটক তিনজন

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় ৬ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১০ মার্চ) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) সাইহান ওলিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

 

আটকরা হলেন- ধুনটের চকমেহেদী এলাকার মৃত ছমের উদ্দিন মণ্ডলের ছেলে হাবিব মণ্ডল (৫০), একই উপজেলার বানিয়াগাঁতী গ্রামের মোতাহার হোসেনের ছেলে আব্দুস সাত্তার (৪৫) ও কুড়িগ্রাম সদর উপজেলার চর যাত্রাপুরের মৃত জয়নাল আবেদীনের ছেলে এরশাদুল (২৫)।

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, আটক হওয়া এরশাদুল কুড়িগ্রাম থেকে হাবিব মণ্ডলের জন্য ৬ কেজি গাঁজা নিয়ে বগুড়ার ধুনটে আসেন। হাবিব গাঁজাগুলো বিক্রির জন্য তার নিজ বাড়িতে সাত্তারকে ডেকে নেন। পরে তারা তিনজন মিলে ৬ কেজি গাঁজা প্যাকেট করছিলে -এমন গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যার পর অভিযান চালিয়ে হাবিবের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতার হওয়া তিনজন সংঘবদ্ধভাবে মাদকের কারবার করেন থাকেন। তাদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধুনট থানায় মামালা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।