ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকার সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে চায় মস্কো: রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
ঢাকার সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে চায় মস্কো: রাষ্ট্রদূত

ঢাকা: ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মানতিৎস্কি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও সম্মিলিত পশ্চিমের দেশগুলোর নিষেধাজ্ঞার চাপ সত্ত্বেও ঢাকার সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে চায় মস্কো। বিশেষ করে বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে এবং রূপপুর প্রকল্প বাস্তবায়নে এ সহযোগিতা অব্যাহত রাখতে চায় দেশটি।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।  

শনিবার (১১ মার্চ) রাশিয়ার দূতাবাস এ তথ্য জানায়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত রাশিয়া ও বাংলাদেশের পার্লামেন্টের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে পারস্পরিক অঙ্গীকার নিশ্চিতে জোর দেন। এছাড়া জাতীয় আইনের সর্বোত্তম অনুশীলন বিনিময়ের লক্ষ্যে বন্ধুত্ব গ্রুপগুলোর পৃষ্ঠপোষকতার বিষয়টি উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।