ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

‘বঙ্গবন্ধুর রেখে যাওয়া অসমাপ্ত কাজ করে চলেছেন শেখ হাসিনা’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
‘বঙ্গবন্ধুর রেখে যাওয়া অসমাপ্ত কাজ করে চলেছেন শেখ হাসিনা’

রাজশাহী: জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। তিনি আমাদের সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছিলেন।

কিন্তু দেশবিরোধী চক্র তার সেই লালিত স্বপ্ন পূরণ হতে দেয়নি। তবে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য পিতার সেই রেখে যাওয়া অসমাপ্ত কাজ নিরলসভাবে করে চলেছেন।

শনিবার (১১ মার্চ) দুপুরে রাজশাহীর মোহনপুর উপজেলার মোহনপুর সরকারি উচ্চবিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূর-ই-আলম চৌধুরী বলেন, আমরা সরকারিভাবে কী পেলাম আর ব্যক্তিগতভাবে কী পেলাম সেটা বড় কথা নয়। আজকে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। এখন সারা পৃথিবীর মানুষ বাংলাদেশকে চেনে। প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।  

তিনি বলেন, শেখ হাসিনা আবার ক্ষমতায় এলে বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশ পরিণত করবেন।

চিফ হুইপ বলেন, আজকে দেশের মানুষ যে সুন্দরভাবে জীবন-যাপন করছে, তা সম্ভব হয়েছে শেখ হাসিনার জন্য। আজকে ছেলে-মেয়েদের প্রয়োজন তার দেখানো স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরণের জন্য তৈরি হওয়া। যাতে আমরা আগামীতে বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে পারি।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনাকে নির্বাচন ও গণতন্ত্র শিখতে হবে এটা আমরা মনে করি না। আজকে যারা মানবাধিকারের কথা বলে, তারা ভুলে গেছে বঙ্গবন্ধুকে হত্যা করার পর বিচারের পথ বন্ধ করা হয়েছিল, কোথায় ছিল সেদিন মানবাধিকার? কোথায় ছিল সেদিন গণতন্ত্র? সেদিন যুদ্ধাপরাধীদের রাষ্ট্রীয় ক্ষমতায় বসানো হয়েছিল।

অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষার ওপর জোর দেন। শিক্ষা ছাড়া কোনো জাতির ভবিষ্যৎ নেই উল্লেখ করে তিনি বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে প্রাক্তন ছাত্রদের অবদান রাখা ও ছাত্রবৃত্তির ব্যবস্থা করে গরিব, অসহায় শিক্ষার্থীদের সাহায্য করার আহ্বান জানান।

উপমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষায় প্রচুর অর্থ বিনিয়োগ করছে। ২০০৪-২০০৫ সালে বিএনপি-জামায়াতের সময় মূল বাজেটের আকার যত ছিল, তা বর্তমান সরকারের শিক্ষাখাতের বরাদ্দের সমান। এ বিশাল বাজেট ভবিষ্যৎ দেশ গড়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বর্তমান সরকারের নতুন শিক্ষানীতি তুলে ধরে তিনি বলেন, সরকার কর্মের মাধ্যমে শিক্ষা অর্জনের ওপর গুরুত্বারোপ করেছে। তিনি প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে শিক্ষার্থীদের তাকে সব ক্ষেত্রে অনুসরণের পরামর্শ দেন।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।