ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে জাল টাকা রাখার দায়ে যুবকের ১৪ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
লক্ষ্মীপুরে জাল টাকা রাখার দায়ে যুবকের ১৪ বছরের কারাদণ্ড

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে দুই হাজার টাকার জাল নোট রাখার দায়ে মো. খোকন (২৯) নামে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে তার দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

 

সোমবার (১৩ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। রায়ের সময় আসামি আদালতে ছিলেন না, গ্রেফতারের পর জামিনে গিয়ে তিনি পলাতক রয়েছেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসিম উদ্দিন।  

দণ্ডপ্রাপ্ত খোকন গাজীপুরের টঙ্গীর আউচপাড়া গ্রামের বাসিন্দা। তিনি শরীয়তপুর জেলার পালন থানাধীন মুশরীগাও গ্রামের আজহার উদ্দিনের ছেলে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১০ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে খোকন লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী বাজারের জাহাঙ্গীর ট্রেডার্স নামক একটি দোকান থেকে দেড়শ টাকার পণ্য কিনে দোকানিকে একটি এক হাজার টাকার নোট দেন। সেটি জাল নোট হওয়ায় দোকানি জাহাঙ্গীর তাকে আটক করে। এ সময় তার কাছে আরেকটি এক হাজার টাকার জাল নোট পাওয়া যায়। পরে চন্দ্রগঞ্জ থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোকনকে আটক করে এবং এক হাজার টাকার জাল নোট দুটি উদ্ধার করে।

পরদিন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল হান্নান বাদী হয়ে খোকনকে আসামি করে থানায় মামলা করে আদালতে সোপর্দ করে।

২০২২ সালের ১৮ জানুয়ারি চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দুলাল মিয়া খোকনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত সোমবার এ মামলার রায় দেন।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।