ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

‘তোমার মাইয়ার লাশ বালুর মাঠে, সব জানে মেঝো খালা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
‘তোমার মাইয়ার লাশ বালুর মাঠে, সব জানে মেঝো খালা’

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে নিখোঁজ হওয়ার চার মাস পর লামিয়া আক্তার (১৮) নামে এক তরুণীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।  

সোমবার (১৩ মার্চ) দুপুরে থানা পুলিশ ও ক্রিমিনাল ইনভেস্টিগেশন টিম একটি চিরকুটের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের সাতকাছিমা গ্রামের একটি বাড়ির বালুর ভেতর থেকে ওই তরুণীর হাড় উদ্ধার করে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে ওই তরুণী নিখোঁজ হওয়ার ঘটনায় গত ২৫ ডিসেম্বর তার মা রাজিয়া বেগম বাদী হয়ে তরুণীর স্বামী তরিকুল ইসলামকে (২২) প্রধান আসামি করে সাতজনকে নামীয় এবং অজ্ঞাত আরও দুইজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

নিহতের খালা সাবিনা ইয়াসমিন জানান, গত ৬ নভেম্বর তার বোনের মেয়ে লামিয়া আক্তার নিখোঁজ হয়। সে উপজেলার সদর  ইউনিয়নের চিথলিয়া গ্রামের দিনমজুর মো. নজরুল ইসলামের মেয়ে। নিখোঁজ তরুণীর একই এলাকার মিজান খানের ছেলে তরিকুল ইসলামের সঙ্গে প্রায় ৮ মাস আগে প্রেমের সম্পর্কে বিয়ে হয়। এর আগে প্রায় ৮ বছর ধরে লামিয়া যখন ষষ্ঠ শ্রেণিতে পড়ে তখন থেকে প্রেম করত। কিন্তু পরিবার বিয়েতে রাজি না  হওয়ায় ওই দম্পতির মধ্যে প্রায়ই কলহ লেগে থাকতো। পাঁচ মাস আগে ওই তরুণী নিখোঁজ হয়।  

গত রোববার (১২ মার্চ) রাতে তাদের ঘরের টিনের চালের ওপর হঠাৎ করে কয়েকটি ইট নিক্ষেপের আওয়াজ পান তারা। পরে তারা ঘর থেকে বের হয়ে টর্চলাইটের মাধমে জামাতা তরিকুলকে বাড়ির সামনের খালের অপর পাড়ের রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখেন। আর ঘরের সামনের সিঁড়ির ওপর একটি চিঠি পাওয়া যায়। ওই চিঠিতে লেখা ‘তোমার মাইয়ার লাশ মোজাহার মোল্লার বাড়ির
পশ্চিম পাশে বালুর মাঠে। ইতি-মুমিন। সব জানে মেঝো খালা’।  

বিষয়টি ওই রাতে তারা (ভুক্তভোগী) থানা পুলিশকে জানালে পুলিশ সেসময়ই ঘটনাস্থল বালুর মাঠে আসেন। সেখানে তারা রাতভর পাহাড়া দিয়ে দুপুরে খনন করেন।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে গত ২৫ ডিসেম্বর থানায় একটি নিখোঁজের অভিযোগ করা হয়। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ তখন দুইজনকে আটক করেন। তবে তারা জামিনে রয়েছেন। গত রোববার রাতে ওই পরিবারের পক্ষ থেকে একটি চিরকুট পাওয়ার তথ্য জানান। আমরা ওই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চলিয়ে দুপুরে ওই বালুর মাঠ খুঁড়ে সেখানে একটি  কঙ্কাল পাওয়া যায়। ওই কঙ্কালটি নিখোঁজ তরুণীর হতে পারে  বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে তার ডিএনএ টেস্ট করার পর তা নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।