ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁ পৌর মেয়র বদলানোর দাবিতে মানববন্ধন 

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
নওগাঁ পৌর মেয়র বদলানোর দাবিতে মানববন্ধন 

নওগাঁ: ‘হয় শহর বদলাও, না হয় মেয়র বদলাও’ এই স্লোগানকে সামনে রেখে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালন করেছে পৌর এলাকাবাসী।

বুধবার (১৫ মার্চ) দুপুরে শহরের মুক্তির মোড়ে সচেতন পৌরবাসী নামের একটি ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নওগাঁ প্রথম শ্রেণীর পৌরসভা হলেও দীর্ঘদিন যাবত এটি একটি পরিত্যক্ত পৌরসভা হিসেবে ব্যবহার হয়ে আসছে। গত ১৩ বছরে এই পৌরসভায় চোখে দেখার মত তেমন কনো উন্নয়ন হয়নি। পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থা ভাল নেই। বেশির ভাগ সড়কের বেহাল দশা। সড়ক গুলো সংস্কার করা হয়নি দীর্ঘদিন ধরে। পৌর এলাকায় পর্যাপ্ত লাইটিং ব্যবস্থা নেই।  

এরকম নানাবিধ সমস্যায় জর্জরিত পৌরসভাটি। ফলে এমন পৌর মেয়রের প্রয়োজন নেই বলে, দ্রুতই মেয়রের পদত্যাগ চান মানববন্ধন অংশগ্রহণকারী বক্তারা।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।