ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চতুর্থ শিল্পবিপ্লব সব জায়গায় প্রভাব ফেলবে: আইনমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
চতুর্থ শিল্পবিপ্লব সব জায়গায় প্রভাব ফেলবে: আইনমন্ত্রী সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: রাজীন চৌধুরী

ঢাকা: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, চতুর্থ শিল্পবিপ্লব শুধু আইটিতে (তথ্যপ্রযুক্তি) নয়, শিক্ষা, কৃষি, অর্থনীতি, সব জায়গায় প্রভাব ফেলবে। এটিই বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

আমি বিশ্বাস করি, এই সম্মেলন সেই চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে।

বুধবার (১৫ মার্চ) রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে চতুর্থ শিল্প বিপ্লবে দক্ষতা শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জাতির জনকের স্বপ্ন ছিল উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। তার দেখানো পথ ধরে এগিয়ে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই স্বপ্নের দেশ বাস্তবায়নে এগিয়ে যাচ্ছেন।

২০৪১ সালের রূপকল্প বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে বাংলাদেশ এলডিসি থেকে উন্নীত হয়েছে। প্রযুক্তিগত পরিবর্তনের ফলে দেশ নতুন পৃথিবীতে যুক্ত হয়েছে।  

তিনি বলেন, আমি অভিভূত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এই আয়োজনে। আমি সবাইকে নিজেদের উন্নয়নে নতুন-নতুন উদ্ভাবনে মনোযোগী হতে বলব। আশা করি একসঙ্গে আমরা এই চ্যালেঞ্জ উতরে যেতে পারব।

সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব সান ফ্রান্সিসকোর অধ্যাপক ড. জোনাথন রেইকেনটাল এবং এসপায়ার টু ইনোভেশনের (এটুআই) পলিসি অ্যাডভাইজার অনির চৌধুরী।  

চতুর্থ শিল্পবিপ্লব কী, আগামী দিনে এর কী প্রভাব পড়বে, এর ব্যাপ্তিসহ দিকনির্দেশনা তুলে ধরা হয় সম্মেলনে।  

সম্মেলনে বিশেষ চেয়ার ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম।  

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থ্রাইভস স্কিলস লি. এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ নুরউদ্দিন আহমেদ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. ইসমাইল হোসেন।

দুই দিনব্যাপী এই সম্মেলন শেষ হবে বৃহস্পতিবার। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে এই সংক্রান্ত জ্ঞান বৃদ্ধির জন্য সম্মেলনের আয়োজন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
এমকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।