ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শিবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
শিবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আটক আরিফুল ইসলাম মৃধা

নরসিংদী: নরসিংদীর শিবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধাকে আটক করেছে পুলিশ।  

বুধবার (১৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পুবেরগায়ে নিজ ড্রাগন বাগান থেকে তাকে  আটক করে শিবপুর থানা পুলিশ।

পরে তাকে নরসিংদী গোয়েন্দা পুলিশ কার্য্যালয়ে নিয়ে যাওয়া হয়।

শিবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শিবপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য জহরিুল হক ভূঞা মোহনের সাবেক কার্য্যালয় ও উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্য্যালয়ে অগ্নি-সংযোগের ঘটনায় তাকে আটক করা হয়েছে।

আরিফুল ইসলাম মৃধা বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। গত কয়েক বছর ধরে তিনি রাজনীতিতে একেবারে নিষ্ক্রিয় ছিলেন। হঠাৎ তাকে আটকের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সাংবাদিকদরে কাছে ফোনে তার আটকের খবর জানতে চেয়েছে।  

তবে এ ঘটনায় এখনও থানায় কোনো লিখিত অভিযোগ দাখিল না করলেও তাকে আটকের ঘটনায় উপজেলা ব্যাপী রাজনৈতিক নেতাদের মধ্যেও নানা উদ্বেগের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।