ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
বাগেরহাটে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ স্বাবলম্বী করতে অসহায় নারী ও কিশোরীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে

বাগেরহাট: বাগেরহাটে দরিদ্র, অসহায় নারী ও কিশোরীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে শহরের দশানীর ওয়াদার কার্যালয়ে ‘উইমেন উইন’র সহায়তায় সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া তাছনিম।

 

এ সময় বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, সমাজসেব কর্মকর্তা এসএম নাজমুস সাকিব, বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াদা‘র চেয়ারম্যান নিলুফা আক্তার, সাংবাদিক মো. আলী আকবর টুটুল, এসএস শোহানসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।  

এদিন ৩০ জন দরিদ্র ও অসহায় নারী ও কিশোরীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। এর আগে এই নারী ও কিশোরীদের দুই মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ দেওয়া হয় ওয়াদার পক্ষ থেকে।  

বিনামূল্যে সেলাই মেশিন পেয়ে সন্তোষ খুশি দরিদ্র অসহায় নারীরা।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।