ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সংসদের ভাবমূর্তি বিশ্বে উজ্জ্বল করতে একসঙ্গে কাজ করতে হবে: স্পিকার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
সংসদের ভাবমূর্তি বিশ্বে উজ্জ্বল করতে একসঙ্গে কাজ করতে হবে: স্পিকার

ঢাকা: জাতীয় সংসদের ভাবমূর্তি সারা বিশ্বে উজ্জ্বল করতে সংসদ সদস্য ও সাংবাদিকদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শনিবার (১৮ মার্চ) পূর্বাচল ক্লাবে সংসদ বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত ফ্যামেলি ডে-২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এ আহ্বান জানান।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ জাতীয় সংসদের ভাবমূর্তি সারা বিশ্বে উজ্জ্বল করতে জাতীয় সংসদ এবং বিপিজেএর সদস্যদের একসঙ্গে কাজ করতে হবে। গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। জাতীয় সংসদের তথ্য ইতিবাচকভাবে জনগণের সামনে তুলে ধরতে হবে।

এ সময় সাংবাদিকদের মিলন মেলায় উপস্থিত হতে পারা সত্যি আনন্দের বিষয় বলে তিনি উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস এমপি ও নজরুল ইসলাম বাবু এমপি বক্তব্য দেন।

বিপিজেএ-এর সভাপতি হারুন আল রশীদের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মশিউর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নাফিজা দৌলা, সংগঠনের সাবেক সভাপতি শাজাহান সরদার, যুগান্তর সম্পাদক সাইফুল আলম ও সাবেক সভাপতি উত্তম চক্রবর্তী।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
এসকে/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।