ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

ঢাকা: রাজধানীর শেরে বাংলা নগরে ঢাকা শিশু হাসপাতালের নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।  

নিহত ওই ব্যক্তির হলেন- মো. মামুন।

তিনি মিরপুরের পল্লবী এলাকার বাসিন্দা।

অভিযোগ উঠেছে, হাসপাতালটির নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য ও অ্যাম্বুলেন্স চালকরা ভুক্তভোগী মামুনকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করেছেন।

রোববার (২৬ মার্চ) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

শেরে বাংলানগর থানার উপ-পরিদর্শক (এসআই) এ এস এম আল মামুন বাংলানিউজকে বলেন, নিহত মামুন মিরপুরের পল্লবী এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন চা বিক্রেতা ছিলেন।  

তিনি বলেন, রোববার (২৬ মার্চ) সকালে মামুন শেরে বাংলানগর এলাকায় একটি মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা শেষে দুপুরের দিকে শিশু হাসপাতালের সামনে ঘোরাফেরা করছিলেন। এ সময় তাকে চোর সন্দেহে মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই মামুন মারা যান।

এ বিষয়ে জানতে চাইলে শেরে বাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বাংলানিউজকে বলেন, শুনেছি গণপিটুনিতে মামুন মারা গেছেন। এ ঘটনা আমরা তদন্ত করছি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি উৎপল।  

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
এসজেএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।