ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গোসাইরহাটে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
গোসাইরহাটে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

শরীয়তপুর: শরীয়তপুরের গোসাইরহাটে ঢুবার পানিতে ডুবে শামিউল (১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

শুক্রবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কোদালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালুরচর বাজারের পাশে হাজী আশ্রাফ আলী বেপারী পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শামিউল ওই গ্রামের মো. সুফিয়ান হাওলাদারের ছোট ছেলে।

নিহত শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে তার মা শামিউলকে দেখতে না পেয়ে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করে এবং অন্যান্য বাড়িতেও খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।  

পরে বাড়িরপাশে গরুর ঘরের গোবরের পচা ময়লার ডোবার পানিতে ভাসতে দেখা য়ায় শামিউলকে। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয় বলে জানান তার পরিবার।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।