ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে জিলাপির কড়াইয়ে পড়ে দগ্ধ জাপা নেতার মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৩
সিলেটে জিলাপির কড়াইয়ে পড়ে দগ্ধ জাপা নেতার মৃত্যু

সিলেট: সিলেটের ওসমানীনগরে জিলাপির কড়াইয়ে পড়ে দগ্ধ জাতীয় পার্টির (জাপা) নেতা তাজিদ বকস লিমন (৫২) মারা গেছেন।

শুক্রবার (৩১ মার্চ) বিকেল ৫টা ৫০ মিনিটে সিলেট নগরের পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

লিমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ভাতিজা বাবর বক্স।

লিমন উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের নিজ করনসি গ্রামের খিদির বক্সের ছেলে ও উপজেলা জাতীয় পার্টির নেতা।  

স্থানীয় সূত্র জানায়, গত ২৫ মার্চ ইফতারের আগে উপজেলার গোয়ালাবাজারে অভিজাত কনফেকশনারী স্বাদের পাশে ছুরাব মিয়ার ঘড়ির দোকানে ঘড়ি মেরামত করতে দেন লিমন। এ নিয়ে ছুরাবের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে পাশে ফুটপাতে বসানো স্বাদের জিলাপি তৈরি করার গরম কড়াইয়ের মধ্যে পড়ে দগ্ধ হন লিমন।  

ঘটনার পর পর স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে পার্ক ভিউ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৩
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।