ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সুবর্ণচরে দুই পথচারীকে চাপা দিয়ে ট্রাক্টর খাদে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
সুবর্ণচরে দুই পথচারীকে চাপা দিয়ে ট্রাক্টর খাদে

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এসময় মো. রুবেল মিয়া (১৯) নামে এক যুবক নিহত এবং অপর যুবক গুরুতর আহত হয়েছেন।

 

রোববার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সেলিম ওয়েলকাম পোল্ট্রি ফার্মের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রুবেল মিয়া উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের সাতাইশড্রোন এলাকার আজিমুর রহমানের ছেলে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার বেলা ১১টার দিকে বেপরোয়া গতির একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের সেলিম ওয়েলকাম পোল্ট্রি ফার্মের সামনে সড়ক সংলগ্ন খালে পড়ে যায়।  

এসময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই পথচারী যুবককে চাপা দেয় ট্রাক্টরটি। এতে রুবেল নামে এক যুবক ঘটনাস্থলেই মারা যান। অপর যুবক গুরুতর আহত হন।  

ওসি আরও জানান, আহত যুবককে স্থানীয়রা উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।