ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় গর্তের পানিতে পড়ে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
আশুলিয়ায় গর্তের পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভার, (ঢাকা): সাভারের আশুলিয়ায় একটি ভবনের লিফটের জন্য তৈরি অরক্ষিত গর্তে জমে থাকা পানিতে পড়ে ফাতেমা নামের চার বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে।  এ ঘটনার পর থেকে পলাতক ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান ও এর সঙ্গে সংশ্লিষ্টরা।



রোববার (২ এপ্রিল) দুপুরে আশুলিয়ার পানধোয়া এলাকার রোজ কন্সট্রাকশন হোমস লিমিটেড নামের একটি ভবনে এ ঘটনা ঘটে।

নিহত শিশু ফাতেমা ওই এলাকার মৃত মো. ফিরোজের মেয়ে।  একই এলাকায় তার নানা নুরুল ইসলামের বাড়িতে মায়ের সঙ্গে থাকতো ফাতেমা।  দুই ভাই ও এক বোনের মধ্যে ফাতেমা ছিল ছোট।

প্রত্যক্ষদর্শী মো. নজরুল জানান, ভবনটির ছাদ ঢালাই হলেও চারপাশ খোলা। লিফটের জন্য গভীর গর্ত খোঁড়া হলেও সেট অরক্ষিত ছিল। গত কয়েক দিনের বৃষ্টিতে ওই গর্তে পানি জমেছিল। আজ ফাতেমা নামের ওই শিশুটিও ভবনের নিচে খেলা করছিল। ফাতেমা হঠাৎ অসাবধানতাবশত ওই গর্তে মধ্যে পড়ে যায়। পরে আশপাশের লোকজনের চিৎকারে শিশুটিকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশুটির স্বজন হাসনাহেনা নুপুর বলেন, হাউজিং কোম্পানির লোকজন কোনো ধরনের সুরক্ষা ছাড়াই অনেক দিন ধরে ওই ভবনটা নির্মাণ করছে। রাস্তার মধ্যে যত্রতত্র তারা রড, লোহা, পেরেক এসব ফেলে রাখে নির্মাণকাজ করে আসছে। অরক্ষিত হাউজে খেলতে গিয়ে এর আগেও চারজন শিশু পড়ে আহত হয়েছিল। অনেকবার রিয়েলএস্টেট কোম্পানির লোকজনকে জানালেও বিষয়টি তারা গুরুত্ব দেয়নি। এর কারণে আজ অকালে একটা শিশুর প্রাণ গেল।

তিনি আরও জানান, ফাতেমার বাবা কিছু দিন আগে মারা গেছে। দুই ভাই ও এক বোনের মধ্যে ফাতেমা ছিল ছোট। ফাতেমার পরিবার অনেক অসহায়। এ ঘটনার পর থেকেই পলাতক হাউজিং কোম্পানির লোকজন। আমরা এ ঘটনার বিচার চাই।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক বাংলানিউজ বলেন, জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। নির্মাণধীন ভবনের লিফটের হাউজে পানি জমেছিল। হাউজের পানিতে ডুবেই ওই শিশুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৩
এসএফ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।