ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

এক হাজার ইয়াবা ট্যাবলেটসহ ২ কারবারি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
এক হাজার ইয়াবা ট্যাবলেটসহ ২ কারবারি আটক

নারায়ণগঞ্জ: জেলার রূপগঞ্জে অভিযান চালিয়ে এক হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটকের তথ্য জানিয়েছে পুলিশ।

সোমবার (৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাউন্টার টেররিজম ইউনিট নারায়ণগঞ্জের অভিযানে উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ রূপগঞ্জ থানাধীন বরাব বাসস্ট্যান্ডে ওয়ান স্টার হোটেলের সামনে অভিযান চালিয়ে এক হাজার ইয়াবা ট্যাবলেটসহ রফিক (৩৬) ও বাদল (৩৫) নামে দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে। জেলা পুলিশের মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
এমআরপি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।