ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সেমাই কারখানার মালিককে লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
সেমাই কারখানার মালিককে লাখ টাকা জরিমানা

কুমিল্লা: কুমিল্লার এক সেমাই কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা।  

সোমবার (৩ এপ্রিল) কুমিল্লার বালুতুপা এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।


 
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক আছাদুল ইসলাম জানান, মেয়াদোত্তীর্ণ ময়দা ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুত, প্যাকেটের গায়ে মিথ্যা ঘোষণা দিয়ে ভোক্তাকে প্রতারিত করা ও ওজনে কারচুপির করায় মেসার্স ফুলবন ফুড প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। সঙ্গে ১০০ কেজি মেয়াদোত্তীর্ণ ময়দা জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানটিকে সাতটি নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।