ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে পৃথক অভিযানে ৭০ মণ জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
চাঁদপুরে পৃথক অভিযানে ৭০ মণ জাটকা জব্দ

চাঁদপুর: জেলার মতলব উত্তর বাজারে ও হাইমচরে ট্রলারে পৃথক অভিযান চালিয়ে দুই হাজার ৮০০ কেজি (৭০ মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

সোমবার (৩ এপ্রিল) বিকেলে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট মোহনপুর কর্তৃক সাব লেফটেন্যান্ট ফজলুল হকের নেতৃত্বে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর বাজার এলাকায় একাটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি ইজিবাইক থেকে আনুমানিক ৮০০ কেজি জাটকা জব্দ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যক্ষেত্র সহকারী সাইফুল ইসলাম।

অপরদিকে, গত রোববার (২ এপ্রিল) দিনগত রাত ১টার দিকে বিসিজি আউটপোস্ট হাইমচর কর্তৃক উপজেলার মেঘনা নদীর আখনের ঘাট নামক এলাকায় একটি ইঞ্জিন চালিত কাঠের ট্রলারে তল্লাশি করে দুই হাজার কেজি জাটকা জব্দ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশিদ।

আজ বিকেলে উভয় অভিযানে জব্দ করা জাটকা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরীব ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।