ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বিকল্পধারার মান্নানের বিরুদ্ধে দুদকের আরও এক মামলার অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
বিকল্পধারার মান্নানের বিরুদ্ধে দুদকের আরও এক মামলার অনুমোদন

ঢাকা: প্রায় পৌনে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান ও ঋণ গ্রহীতা মো. আকবর হোসেনসহ মোট ১৩ জনের বিরুদ্ধে আরও একটি মামলার অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে নিজ কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে ‍দুদক সচিব মো. মাহবুব হোসেন মামলা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সচিব মাহবুব হোসেন বলেন, নিরাপত্তা জামানত ছাড়াই বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেড থেকে (বিআইএফসি) মেট্রোপলিটন সিএনজি লিমিটেডের মালিক মো. আকবর হোসেনের নামে নিরাপত্তা জামানত ও মর্টগেজ ছাড়াই ৬ কোটি টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে উক্ত টাকা পরিশোধ না করে ৩ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা আত্মসাৎ করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সিয়াল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল মান্নান এবং প্রতিষ্ঠানের পরিচালক ও কর্মকর্তারা পরস্পর যোগসাজসে, একে অন্যের সহায়তায় প্রতারণা করে মেট্রোপলিটন সিএনজি লিমিটেড-এর মালিক মো. আকবর হোসেনের নামে নিরাপত্তা জামানত ও মর্টগেজ ছাড়াই ছয় কোটি টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে উক্ত টাকা পরিশোধ না করে গ্রাহক-এর কাছে পাওনা ৩ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার ৩১৩  টাকা আত্মসাৎ করেন।

এম এ মান্নান ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন- মান্নানের স্ত্রী উম্মে কুলসুম মান্নান, ঋণ গ্রহীতা মেট্রোপলিটন সিএনজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ঋণ গ্রহীতা মো. আকবর হোসেন, বিআইএফসির পরিচালনা পর্ষদের পরিচালক আব্বাস উদ্দিন আহমেদ, এম জাহাঙ্গীর আলম, মহিউদ্দীন আহমেদ, রইস উদ্দিন আহমেদ, মিসেস রোকেয়া ফেরদৌস, বিআইএফসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদ মালিক, সাবেক উপ ব্যবস্থাপনা পরিচালক ইনামুর রহমান, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ ফকরে ফয়সাল, সাবেক এভিপি এন্ড ইউনিট হেড আহমেদ করিম চৌধুরী ও সাবেক সিনিয়র অফিসার (বিজনেস) মোহাম্মদ নিজাম উদ্দিন।

দুদক সূত্রে জানা যায়, এখন পর্যন্ত মেজর (অব.) এম এ মান্নান, তার স্ত্রী ও কন্যাসহ তার পরিবারের বিরুদ্ধে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (বিআইএফসি) অর্থ আত্মসাতের ঘটনায় আটটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজকে আরও একটি মামলা অনুমোদন করা হয়েছে। দায়ের করা আট মামলার মধ্যে দুটি মামলার চার্জশিট দিয়েছে কমিশন। অন্যদিকে ছয়টি মামলা এখনও তদন্তাধীন রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে ১৬৩ কোটি ৪ লাখ ৬২ হাজার ৯৪১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

প্রসঙ্গত, চলতি বছরে মান্নান ও তার স্ত্রী এবং কন্যাসহ তার পরিবারের সদস্য ও বিআইএফসি কর্মকর্তাদের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করা হয়েছে এবং একটি মামলা অনুমোদন করেছে কমিশন। সর্বশেষ গত ২০ মার্চ ৩৭ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ৫৬৭ টাকা আত্মসাতে অভিযোগে মান্নানের বিরুদ্ধে মামলা করে দুদক।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৩
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।