ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে ৬১ কেজি গাঁজাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
ভৈরবে ৬১ কেজি গাঁজাসহ আটক ২

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে ৬১ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে ভৈরব র‌্যাব-১৪ ক্যাম্প থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

 

আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মঈনপুর এলাকার আবুল হোসেনের ছেলে রকিবুল হাসান ওরফে রাকিব (২০) ও একই উপজেলার কালতা-কোরাইশা এলাকার মো. আলাউদ্দিনের ছেলে মো. পারভেজ (১৮)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (৫ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৩টার দিকে ভৈরবের নাটালের মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব সদস্যরা। সে সময় একটি ট্রাকসহ রকিবুল ও পারভেজকে আটক করা হয়। পরে তাদের দখলে থাকা ট্রাক তল্লাশি করে ৬১ কেজি গাঁজা জব্দ করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মাদককারবারির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।