ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর হাতেই বাংলাদেশ নিরাপদ: সুজিত রায় নন্দী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
প্রধানমন্ত্রীর হাতেই বাংলাদেশ নিরাপদ: সুজিত রায় নন্দী

চাঁদপুর: প্রধানমন্ত্রীকে মানবতার মা আখ্যা দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ ডিগ্রি কলেজের গান্ধী ভবন অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিভিন্ন এতিমখানা, মাদরাসা, প্রতিবন্ধী ও অসহায়দের মধ্যে ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন মানবতার মা। তারই নেতৃত্বে বাংলাদেশ আজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা বাঁচলে, বাংলাদেশ বাঁচবে। শেখ হাসিনার কাছেই বাংলাদেশ নিরাপদ। তিনি আছেন বলেই এদেশের মানুষ নিশ্চিতে ঘুমাতে পারে।

তিনি আরও বলেন, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে সারাবিশ্বে খাদ্যের সঙ্কট হয়েছিল। প্রধানমন্ত্রীর দক্ষতার কারণে সেই সঙ্কট আমাদের দেশে বেশি প্রভাব বিস্তার করতে পারেনি। আজকে আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

এ সময় তিনি বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সমবেদনা ও সবাইকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ফরক্কাবাদ ডিগ্রি কলেজের শিক্ষানুরাগী সদস্য আমিনুল হক মজুমদারের সভাপতিত্বে ও বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হান্নান মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নাঈম পাটোয়ারী দুলাল।

পরে ২৫টি এতিমখানা ও মাদরাসা এবং সহস্রাধিক অসহায় মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।