ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পলাশে অবৈধ ট্রলি বন্ধে অভিযান, ২ জনের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
পলাশে অবৈধ ট্রলি বন্ধে অভিযান, ২ জনের জরিমানা

নরসিংদী: নরসিংদীর পলাশ উপজেলার সড়কগুলোতে শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ ট্রলিচাপায় মৃত্যু যেন থামছেই না। গত পাঁচদিনের ব্যবধানে শুধু এ উপজেলার চরসিন্দুর সড়কেই ট্রলিচাপায় সাকিব নামে এক স্কুলছাত্র ও মাসুম নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

 

দীর্ঘদিন ধরে এসব অবৈধ ট্রলি চলাচল করলেও তা বন্ধে স্থানীয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু গত পাঁচদিনের ব্যবধানে অবৈধ ট্রলিচাপায় দু’জনের মৃত্যু হলে নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন।

শনিবার (৮ এপ্রিল) দুপুরে এসব অবৈধ ট্রলি বন্ধে পলাশ-চরসিন্দুর সড়কের তালতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা।  

এ সময় সড়কে অবৈধ ট্রলি, রুট পারমিট ও লাইসেন্সবিহীন চলাচল করায় দুই ট্রলির মালিককে ২০ হাজার টাকা জরিমানা ও তাদের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করেন। অভিযানে পলাশ থানা পুলিশের একটি দলও অংশ নেন।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা বলেন, অবৈধ ট্রলিসহ রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো গাড়ি চলাচল করতে পারবে না। যতদিন পর্যন্ত অবৈধ ট্রলি মালিকদের আইনের আওতায় আনা না হবে, ততদিন পর্যন্ত পলাশ উপজেলায় এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।