ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় ইজিবাইকের ধাক্কায় শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
কুমিল্লায় ইজিবাইকের ধাক্কায়  শ্রমিক নিহত

কুমিল্লা: কুমিল্লা নগরীর রাজগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় নবীর হোসেন (৩৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।  

শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত নবীর জেলার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকার বাসিন্দা।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আহমেদ সনজুর মোর্শেদ বলেন, সন্ধ্যা ৬টার দিকে নবীর তার মজুরি নিয়ে বাড়ি যাওয়ার সময় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি ইজিবাইকের ধাক্কায় দিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জেনারেল হাসপাতাল পরে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

এ ঘটনায় ঘাতক ইজিবাইকসহ চালক হাবিব উল্লাহকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। হাবিবের বাড়ি জেলার দেবিদ্বার উপজেলায়।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।